জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অনার্স মেরিট প্রকাশিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।আজ বিকাল চারটায় এই ফলাফল প্রকাশিত হয়েছিলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস স্নাতক ১ম বর্ষের ১ম মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন গাজীপুর-১৭০৪ এ উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রাথমিক আবেদন ফি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও প্রতিষ্ঠান/কলেজ কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র আনতে হবে।সাক্ষাৎকার শেষে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর, ২০২৩ অনলাইনে ভর্তি ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
আসন ফাঁকা সাপেক্ষে পরবর্তী মেরিট লিস্ট ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ক্লাস শুরু হবে।