বগুড়ায় ২৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: র্যাব সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রবিবার (২০-৮-২৩) দুপুরে শিবগঞ্জ থানার জয়পুরহাট রাস্তার মোড় মোকামতলা অগ্রনী ব্যাংক লিমিটেড এর সামনে রংপুর টু বগুড়া মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করেছেন।
তল্লাশীর সময় ১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৪৯৯৬) থামিয়ে পিকআপে থাকা মো: নুর আনিম (২৩) (ড্রাইভার), পিতা- মো: শহিদুল ইসলা, সাং- শিবরাম, থানা ও জেলা-কুড়িগ্রাম, শ্রী সুমন চন্দ্র রায় (২৮) (নওমুসলিম মো: সুমন মিয়া) (হেলপার), পিতা-শ্রী দুলাল চন্দ্র রায়, মোঃ সুমন ইসলাম (২৭), পিতা-মোঃ সোনা উল্ল্যা, মোঃ ফরহাদ ইসলাম (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, সর্ব সাং-শাজাহান কলোনী, থানা ও জেলা-লালমনিরহাট‘দের আচরনবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়।
ধৃত আসামীগণ জিজ্ঞাসাবাদে তাদের উপরোক্ত নাম প্রকাশ করে এবং তাদের হেফাজতে থাকা পিকআপের উপরে ভাঙ্গা ফ্রিজ এর ভিতর নেশাজাতীয় মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে পিকআপের উপর বিশেষভাবে রক্ষিত অবস্থায় ফ্রিজ এর অভ্যন্তরীণ হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা ১টি পিকআপ, ৫টি পুরাতন ভাঙ্গা ফ্রিজ, ৫টি মোবাইল, ৭টি সিম এবং নগদ ৬০০/- টাকা সহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায় গেছে।
বগুড়া জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
রেনেসাঁ টাইমস/সিয়াম