শিক্ষা

মাদ্রাসা পড়ুয়া আবু বকর সিদ্দিকের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার গল্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। এ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের পাবলিক ফাইন্যান্সের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বর্তমানে গবেষণা করছেন দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে সমাজে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা যায়।

সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পাওয়ার বিষয়ে আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রায় এক বছর ধরে নিয়োগপ্রক্রিয়া চলে। এটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি নিয়োগ পাবেন, বাদ পড়ার সম্ভাবনা কম থাকে। কোনো প্রাতিষ্ঠানিক বৈষম্যের মুখোমুখি হতে হবে না। আমি এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার আগে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম এবং ১০টির মতো সাক্ষাৎকার দিয়েছি।

শিক্ষক নিয়োগের আগে কয়েক ধাপে সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, প্রথমে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হয়, এরপর ক্যাম্পাসে ডেকে সরাসরি কথা বলা হয়। সাক্ষাৎকারের জন্য যখন আমাকে একটি ক্যাম্পাসে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তারা আমার ফ্লাইট ও হোটেল বুক করেছিল এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসেন। সাক্ষাৎকার সাধারণত ২ বা ৩ দিন ধরে চলে। অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে নিজের গবেষণা উপস্থাপন করতে হয়। যদি তাঁরা আপনার পক্ষে ভোট দেন, কেবল তখনই আপনাকে নিয়োগ দেওয়া হবে। যদি আপনি সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হন, তাহলে আপনাকে চাকরির প্রস্তাব দেওয়া হবে এবং এরপর আপনি আপনার চাকরির শর্ত নিয়ে আলোচনা করতে পারবেন।

আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের আরও বেশি সুযোগ পাচ্ছেন, বিশেষ করে কোভিড-১৯–পরবর্তী সময়ে চীনা শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ার কারণে। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তিপ্রক্রিয়ার শর্তও শিথিল করেছে। ফ্লোরিডার আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো হওয়ায় এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবেন। আবেদন করতে হলে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো জিপিএ, জিআরই ওবং আইইলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক নয়, তবে এটি করলে ভালো।

আরও পড়ুনঃ  পলিটেকনিকে র‍্যাগিংয়ের নামে নির্যাতন চালিয়ে এক ছাত্রকে খুন

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক পার্থক্য দেখেন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত তাদের নিজেদের বিভাগের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাধারণত তাদের নিজেদের পিএইচডি গ্র্যাজুয়েটদের ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেয় না। এর একটি কারণ হলো, নিজেদের শিক্ষার্থীদের নিয়োগ দিলে নতুন নতুন আইডিয়া না আসতে পারে। এ শঙ্কা থেকে নিয়োগ দেওয়া হয় না। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা অর্জন করে আবার নিজের বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারে। তবে এটি কোনো আনুষ্ঠানিক নিয়ম নয়, এর ব্যতিক্রমও রয়েছে। এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিজিপিএর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রার্থীর গবেষণার প্রোফাইল কেমন এবং ক্লাস নিতে কতটা দক্ষ। গবেষণার প্রোফাইল ভালো থাকলেও কিছু ক্ষেত্রে সিজিপিএও দেখা হয় না তেমন।

আবু বকর সিদ্দিক বাগেরহাটের বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল এবং আলিম পাস করে ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

আবু বকর সিদ্দিক বাগেরহাটের বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল এবং আলিম পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আবু বকর সিদ্দিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর জাপান সরকারের মনবুকাগাকুশো বৃত্তিতে টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল থেকে ডেভেলপমেন্ট পলিসিতে মাস্টার্স এবং ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির শার স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্টে পাবলিক পলিসিতে পিএইচডি শুরু করেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকছবিটি আবু বকর সিদ্দিকের পাঠানো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ২০১২ সালে জাপান সরকারের মনবুকাগাকুশো (Monbukagakusho) বৃত্তির আওতায় টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (GRIPS) থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার কেডিআই (KDI) স্কুল থেকে ডেভেলপমেন্ট পলিসিতে মাস্টার্স এবং ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির শার স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্টে পাবলিক পলিসিতে পিএইচডি শুরু করেন এবং ২০২২ সালের মে মাসে শেষ করেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের স্কুল অব পাবলিক হেলথের বায়োস্ট্যাটিস্টিকস ও এপিডেমিওলজি বিভাগে পোস্টডক্টরাল করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে

ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্স করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের আরও বেশি সুযোগ পাচ্ছেন, বিশেষ করে কোভিড-১৯–পরবর্তী সময়ে চীনা শিক্ষার্থীদের ভর্তির হার কমে যাওয়ার কারণে। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তি প্রক্রিয়ার শর্তও শিথিল করেছে। ফ্লোরিডার আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো হওয়ায় এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবেন। আবেদন করতে হলে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো জিপিএ, জিআরই এবং আইইলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক নয়, তবে এটি করলে ভালো।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *