তরুণদের প্রত্যাশায় ২০২৪
নতুন স্বপ্ন আর নতুন উদ্যমে শুরু হোক নতুন বছর, চলতি বছরের পাওয়া ও না পাওয়ার স্মৃতিকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী, সেই ভাবনায় পিছিয়ে নেই আমাদের তরুণেরাও, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ তরুণ বান্ধব পরিবেশ ও যথেষ্ট কর্মসংস্থান, শিক্ষার মানের উন্নয়ন তথা দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য সব চাহিদা আছে তরুনদের চাহিদার তালিকায়, নতুন বছরের তাই সড়ক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ, সৃষ্টি কিংবা সমাজের দৃষ্টি পরিবর্তন, তথা তরুণ বান্ধব সমাজ বা দেশ চায় এ-দেশের মাটিতে ভবিষ্যতে যেকোনো মূল্যে সুন্দর একটা আগামী চাই, একটি স্বপ্ন বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম চাই, যেটা হবে দেশের সাধারণ মানুষের হাজারও বছরের লালিত স্বপ্নের বাস্তবতার মডেল চিত্র, সুন্দর আগামী মানে আমাদের বেঁচে থাকা, আর ভালো ভাবেই বেঁচে থাকতে পারব তখন যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, কৃষকেরা পাবে ফসলের ন্যায্যমূল্য, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যাবে না, ব্যাংকে হরি লুট হবেনা, ধর্ষণ হবে না, মানবাধিকার লংঘন হবে না, ব্যক্তি নিরাপত্তা পাবে, নারীরা নির্বিঘ্নে পথ চলতে পারবে।
তরুণেরা পড়ালেখা শেষ করে বেকার থাকবে না,তাদের জন্য কর্মসংস্থানের ব্যাবস্হা থাকবে, রাষ্ট্র তরুণ প্রজন্মের উপরে নজর দিবে,তাদের উপর আশাবাদী থাকবে, আর এসবের জন্য দেশের সরকারকে ক্যারিশম্যাটিক হতে হবে, পাশাপাশি দেশের সর্ব স্তরের মানুষদেরকে এগিয়ে আসতে হবে, তখনই নতুন উদ্যমে পথ চলতে পারব, স্বপ্ন দেখতে পারবো, আলোকিত সোনার দেশ গড়তে পারব, নতুন স্বপ্নের কথা বলতে পারব, দেশের ইতিবাচক বিষয় গুলো ফুটিয়ে তুলে নেতিবাচক বিষয়গুলো ঝেড়ে ফেলে দিবে।
তরুণরা এর পাশাপাশি শিক্ষাঙ্গণে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, নারী প্রবৃত্তি এগুলো থেকে তরুণদের বের হয়ে আসতে হবে। যেকোনো রাজনৈতিক কর্মসূচির জন্য শিক্ষার্থীদের ক্ষতি না হয় সে বিষয়ে গুলি থেকে সচেতন থাকতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে।মাদক অপরাজনীতি ও নারী কেলেঙ্কারি এগুলো মেধাবী শিক্ষার্থীদের জীবন ও মানকে কুন্ঠিত করেছ, এ বিষয়ে অনুকূল পরিবেশ তৈরি করতে পারলে আশা করা যায়, এতে করে মাদক মুক্ত সমাজ ও তরুণ পরিবেশ গঠিত হব, কারণ তরুণরা একটি প্রবাল প্রাণশক্তি সম্ভাবনার পাত্র যা অফুরন্ত সম্ভাবনা।
একটি স্ফুলিঙ্গ তারুণ্যকে উদ্দীপ্ত শিখায় পরিনত করতে পারে, হয়ে উঠতে পারে নক্ষত্রের উজ্জলতা সুতরাং তরুণদের উপর দেশের সাধারণ মানুষের অনেক স্বপ্ন, তাদের এই স্বপ্ন কে চিত্রায়িত করা সম্ভব, একমাত্র আগামীর তরুন প্রজন্ম দ্বারা, তাই সমস্ত তরুণেরা নতুন বছরে শুভ কাজে অগ্রগামী হোক এটাই প্রত্যাশা, নতুন বছরে, নতুন ভাবনায় নতুন উদ্দীপনায় তারুণ্য জেগে উঠুক।
হাছিব আহমদ, শিক্ষার্থী-মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।