আন্তর্জাতিক

কানাডায় ১৫ হাজার বাড়ি খালি করার নির্দেশ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে চলমান দাবানলের কারণে ১৫ হাজার ঘরবাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েস্ট কেলোনা এলাকায় অনেক বাড়ি পুড়ে গেছে। ওই এলাকায় ৩৬ হাজার বাসিন্দা বসবাস করে। প্রায় আড়াই হাজার বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গোটা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় শত শত দাবানল এখনো জ্বলছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু করে পূর্বাঞ্চলের কিউবেক পর্যন্ত ভয়াবহ রূপ নিয়ে সব কিছু পুড়ে ছাই করে দিচ্ছে।

সূত্র: BBC 


রেনেসাঁ টাইমস/সিয়াম 

আরও পড়ুনঃ  বরফ গলে ৪৬ হাজার বছর পর বিষাক্ত পোকারা জাগছে সাইবেরিয়ায়, ঝাঁকে ঝাঁকে দিচ্ছে বাচ্চা!
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *