আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, আজ সোমবার এই আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে সাজ্জাদুল হাসান ব্যতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ সেপ্টেম্বর।
আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।