খেলাধুলা

ভারতের এশিয়া কাপ দলে তিলক ভার্মা

আসন্ন এশিয়া কাপের জন্যে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলের সবচেয়ে বড় চমক তিলক ভার্মা। এশিয়া কাপের ১৭ সদস্যের ভারতের এশিয়া কাপ দলে তিলক ভার্মা

আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। অবশেষে ভারতের দল ঘোষণা। তিলক ভার্মার ডাক, চোট কাটিয়ে ফিরলেন দলে ফিরলেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে নেই অভিজ্ঞ দুই স্পিন উইজার্ড চাহাল-অশ্বিন।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই দুই দলের মধ্যে ২ সেপ্টেম্বর মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।

আসন্ন এশিয়া কাপের জন্যে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলের সবচেয়ে বড় চমক তিলক ভার্মা। এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে তিলকের জায়গা হলেও জায়গা পাননি সঞ্জু স্যামসন। তবে স্টান্ড বাই হিসাবে রয়েছেন এই ব্যাটার।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক),
শুভমান গিল,
বিরাট কোহলি,
শ্রেয়াস আইয়ার,
কেএল রাহুল,
হার্দিক পান্ডিয়া,
রবীন্দ্র জাদেজা,
জাসপ্রিত বুমরা,
কুলদীপ যাদব,
মোহাম্মদ সিরাজ,
মোহাম্মদ শামি,
ঈশান কিষান,
শার্দুল ঠাকুর,
অক্ষর প্যাটেল,
সূর্য কুমার যাদব,
তিলক ভার্মা
প্রসিধ কৃষ্ঞা।

রিজার্ভ হিসেবে স্কোয়াডের সাথে থাকবেন ব্যাটার সাঞ্জু স্যামসন।

মোহাম্মদ আশিকুর রহমান
রেনেসাঁ স্পোর্টস

আরও পড়ুনঃ  ফাইনালেও বিবর্ণ লিটন; রানার্স আপ 'সারে জগার্স'
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button