লক্ষ্মীপুর

রামগঞ্জে এগারো বছরের স্কুলছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১১ বছরের এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লামচর ইউপির উত্তর কালিকাপুর ওয়ারিশ পাটোয়ারী বাড়ির মোঃ হেলাল উদ্দিন (বাচ্চুর) বসতঘর থেকে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজা আক্তার ওই এলাকার মোঃ হেলাল উদ্দিনের মেয়ে এবং উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ফাইজা তার ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার বড় বোন তাকে ঝুলতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত বলা যাবে।

এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  "কলস" প্রতীকেই আস্থা রামগঞ্জ উপজেলার জনসাধারণের
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *