স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন সাবেক সেনা কর্মকর্তা
স্ত্রী এবং মেয়েকে গলা কেটে হত্যার পর নিজেও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতীয় সাবেক এক সেনা কর্মকর্তা। বাড়ি থেকে স্ত্রী এবং মেয়ের লাশ উদ্ধারের পর ভারতের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের পাশ থেকে ওই সেনা কর্মকর্তার লাশও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৮ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, দুপুরের দিকে সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
সাবেক এই সেনা কর্মকর্তার নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮)। গৌতম তার স্ত্রী দেবিকা (৪৪) এবং মেয়ে দিশাকে (১৯) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এর পরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন নিজেও।
পুলিশ জানায়, দমদম ১০ নম্বর ওয়ার্ডে গৌতমের বাড়ি থেকে তার স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত লাশ উদ্ধার হয়। পরে গৌতমের লাশ উদ্ধার হয় মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী এবং মেয়েকে খুন করে আত্মহত্যা করেন গৌতম।
স্থানীয়রা জানান, গৌতম মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।