রাজনীতি

আল্লাহ না চাইলে নির্বাচন কেউ আটকাতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

আজ দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দা'ঙ্গা হা'ঙ্গামা লাগাতে। তারা চায় ভোট হবে না, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দা'ঙ্গা হা'ঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ঝগড়া বিবাদে নেই। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

আজ মঙ্গলবার ১ আগস্ট দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের দিকে প্রধানমন্ত্রীর নজর বেশি। তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। মেডিক্যালের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই তাকে মনে রাখতে হবে।’

এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে সরকার। গত ১২/১৩ বছরে যত উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ।

এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সঙ্গেই থাকতে হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের ঢাকায় শান্তি সমাবেশ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *