জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি: ২৮ জুলাই থেকে ১ আগস্ট
কেয়ারটেকার সরকার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদেএ মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা।
* ২৮ জুলাই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল।
* ৩০ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল।
* ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ।
**বাংলাদেশ জামায়াতে ইসলামী** আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত কেয়ারটেকার সরকার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদেএ মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
২৮ জুলাই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও ৩০ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জামায়াত নেতারা জানান, বর্তমান সরকার জনগণের দুঃখ-দৈন্য দূর করতে ব্যর্থ হয়েছে। দেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব চরম আকার ধারণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে অবকাঠামোগত সংকট প্রকট আকার ধারণ করেছে।
তারা বলেন, বর্তমান সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।
জামায়াত নেতারা আন্দোলনে জনগণের সমর্থন কামনা করেন।