রাজনীতি

জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি: ২৮ জুলাই থেকে ১ আগস্ট

কেয়ারটেকার সরকার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদেএ মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা।

* ২৮ জুলাই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল।
* ৩০ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল।
* ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ।

**বাংলাদেশ জামায়াতে ইসলামী** আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত কেয়ারটেকার সরকার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদেএ মুক্তি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

২৮ জুলাই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও ৩০ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতারা জানান, বর্তমান সরকার জনগণের দুঃখ-দৈন্য দূর করতে ব্যর্থ হয়েছে। দেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব চরম আকার ধারণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে অবকাঠামোগত সংকট প্রকট আকার ধারণ করেছে।

তারা বলেন, বর্তমান সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।

জামায়াত নেতারা আন্দোলনে জনগণের সমর্থন কামনা করেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সন্ধিক্ষণে নির্বাচন অভিমুখী বাংলাদেশ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *