লক্ষ্মীপুর

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মসজিদের ইমাম কামরুল হাসান। বৃহস্পতিবার রাতে এশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে। কামরুল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, দুই বছর ধরে কামরুল ইসলাম শাকচরের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করছেন। এশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু আক্রান্ত নারী চিকিৎসকের মৃত্যু
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *