রামগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু
রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ – রামগঞ্জ পৌর এলাকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাক্তার আবদুল্লাহ আল রাসেলের ভুল চিকিৎসায় ১৩ মাস বয়সী শিশু রিফার মৃত্যুতে তার মা বাবা ও স্বজনরা মামলার দাবি জানিয়েছেন।
শিশুটির মা রিনা আক্তার জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে তার মেয়ে রিফা জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়। তিনি মেয়েকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ডাক্তার আবদুল্লাহ আল রাসেলের পরামর্শে মেয়েকে ওষুধ দেওয়া হয়। কিন্তু পরদিন মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে রামগঞ্জের কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শিশু রিফা মারা যায়।
শিশুটির মা ও স্বজনরা অভিযোগ করেন, ডাক্তার আবদুল্লাহ আল রাসেলের ভুল চিকিৎসায় তাদের মেয়ে মারা গেছে। তারা ডাক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও এ উপজেলায় ভুল চিকিৎসায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এরপরও থেমে নেই ভুল চিকিৎসা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা ভুল চিকিৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।