রাজনীতি
আওয়ামী লীগের ঢাকায় শান্তি সমাবেশ
আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ ঢাকায় যৌথ শান্তি সমাবেশ করেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তায় বদ্ধপরিকর। তারা বিএনপি-জামায়াত জোটের অপতৎপরতা প্রতিহত করবে।
সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে স্লোগান দেন।