রাজনীতি

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না

* জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে।

* তিনি বলেন, জনগণ এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না।

* শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না দাবি করে তিনি বলেন, এ সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

* তিনি বলেন, এ সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে।

আরও পড়ুনঃ  ইডেন কলেজ নেত্রী রিভাকে মারধর
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *