খেলাধুলাফুটবল

সরকারি বরাদ্দের টাকা তাহলে পকেটে?

জনাব সাইফুল ইসলাম রেনেসাঁ টাইমস কে জানান,

জয়পাড়া বড় মাঠে দোহার উপজেলা স্কুল পর্যায়ের খেলায় বাশ দিয়ে ভার পোস্ট দিচ্ছে, দোহার উপজেলা থেকে বরাদ্দ দেওয়া হয় , আমরা এমপি জনাব সালমান এফ রহমানের এলাকায় বসবাস করি ভাবতেই অবাক লাগে, আর দায়িত্বপ্রাপ্তরা দুর্নীতি করে যাচ্ছে।

জনগন বলছে, এই মাঠটি সবার পরিচিত কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না, প্রতিবছর এখানে বিশাল বড় গরুর হাট হয় হার্টের পর মাঠে ঠিক করে দেওয়া হয় না।

মাঠ নোংরা হয়ে পড়ে থাকে, প্রশাসন থেকে কেউ কোন গুরুত্ব দেয় না, মাঠে মাটি ফেলানোর কথা বলে কয়েক বছর বের হয়ে যায়, কিন্তু কোন মাটি মিলে না। তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় খেলাধুলা করবে, যদি তাদের হক কেড়ে না হয়।

সর্বশেষ রেনেসাঁর টাইমস কে জানানো হয়, জানাব সালমান এফ রহমান এর দৃষ্টি আকর্ষণ করছে জনগণ তাদের দাবি ফুটবল খেলার জন্য দুইটি ভার পোস্ট এবং ক্রিকেট খেলার জন্য একটি পিচ করে দেওয়ার জন্য আর যাতে দুর্নীতির শিকার না হতে হয় এই মাঠ।


রেনেসাঁ টাইমস/সিয়াম

আরও পড়ুনঃ  তানজিম সাকিবকে বাদ দেওয়ার কৌশল অবলম্বন করছে কি বিসিবি?
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *