খেলাধুলাফুটবল

আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল

জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল, ব্রাজিল-আর্জেন্টিনার যে কোনো ম্যাচেই ভক্ত-সমর্থকদের মাঝে বিরাজ করে প্রবল উত্তেজনা। এই সময় দুই দলের ফুটবলাররা কেউ কাউকে মাঠে যেমন ছাড় দিয়ে কথা বলেন না, ঠিক তেমনি দর্শকরাও প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দিতে ভুল করেন না।

এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেনন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিল সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

সংগৃহীত ছবি
চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ইতোমধ্যে শেষচারের নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া। শনিবার (১২ আগস্ট) ভোরে প্রথম সেমিতে মুখোমুখি প্যারাগুয়ে- কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি।

click Here for more info

বৃহস্পতিবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দল। ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর চড়াও হতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জালে ১০ বার বল জড়ায় ব্রাজিল। বিপরিতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।

১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে।

আরও পড়ুনঃ  মৌসুমের চুক্তিতে আর্জেন্টিনার ক্লাবে জামাল
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *