Monday , 17 February 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি ও ব্যাবসায়
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক খবর
  6. আবহাওয়া
  7. উদ্দোক্তার গল্প
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্য ও প্রযুক্তি
  12. তালতলী
  13. ধর্মীয়
  14. প্রতিক্রিয়া
  15. ফিচার

নতুন দুটি সেল গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিবেদক
Renesa Times
February 17, 2025 2:06 pm

নিজস্ব প্রতিবেদকঃ

নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রচার ও প্রকাশনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সেল গঠন করা হয়েছে।

রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সেল গঠন করা হয়েছে।

১২ সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক করা হয়েছে এহসানুল মাহবুব জুবায়েরকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন, সুলতানা রোজান মির, সাফায়াত হোসেন সাকিব, মো. সোহরাফ হোসেন চৌধুরী, রিসালাত জাকির অনন্য, সিতুল মুনা অর্পি, মো. রুবায়েত হাসান রিমন, আব্দুল মোমিন আশিক, ফয়সাল ওয়াজেদ, মো. ইমরান হোসেন, আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান।

অন্যদিকে, ১৩ সদস্য বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ। সেলের অন্য সদস্যরা হলেন, মনিরুজ্জামান তুলন, হাবীব হাসান, মো. এনামুল হক, ফুয়াদ হাসান, মো. আব্দুস সালাম নাসিম, মোহাম্মদ আবিদ আনোয়ার, মো. খায়রুল হাসান, হাসিবুল হাসান, মো. মাসুম রানা, সাব্বির আহমেদ অনিক, মো. মহসিন উদ্দিন, ওমর ফারুক।

আরও পড়ুনঃ  বিএনপি আর আগের মতো গলাবাজি করছে না

সর্বশেষ - মতামত