রাজনীতি
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা খালেক মন্ডল কারাগারে মারা গেছেন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক সংসদ সদস্য খালেক মণ্ডল মারা গেছেন। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
খালেক মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত চাঁন মণ্ডলের পুত্র। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
খালেক মণ্ডল মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই গ্রেফতার হন। ২০১৫ সালের ১৬ জুন তিনি মানবতাবিরোধী অপরাধের তিন মামলার মধ্যে শহিদ মোস্তফা গাজী হত্যা মামলায় ফাঁসির দণ্ড পান।
খালেক মণ্ডলের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী ও তার পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন