রাজনীতি

সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশের গুলিতে নিহত ১ আহত অর্ধশত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে চকরিয়া পৌরসভার বাইতুর শরফ এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফোরকান ইসলাম (৫৫) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারী পাড়ার ফজর আহমদের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, চকরিয়া সরকারি হাইস্কুল মাঠে সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সেখানে জানাজা পড়তে দেয়নি। তবে বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক হাজার লোক চকরিয়া পৌরসভার লামার চিরিংগা এলাকায় জমায়েত হয়ে জানাজা শুরু করে। ৫০ জনের মতো মুখোশধারী লোক গিয়ে সেখানে গুলি চালায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়। এ সময় কয়েকজনকে লাঠি দিয়ে পেটায়ও মুখোশধারীরা। পরে জানায় আসা লোকজন ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুনঃ  সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *