তালতলী সাংবাদিক ঐক্যজোটের নতুন কমিটি গঠন: জোবায়ের সভাপতি, মাসুম সম্পাদক
বরগুনার তালতলী উপজেলার সাংবাদিক ঐক্যজোটের কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. জিয়াউল হক জোবায়ের (দৈনিক সংগ্রাম) সভাপতি এবং মাসুম বিল্লাহ জাফর (দৈনিক সকালের সময়) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন:
- সহ-সভাপতি: আবুল হাসান (বাংলাদেশ সমাচার)
- যুগ্ম সম্পাদক: সাইফুল ইসলাম (বঙ্গ টিভি)
- সাংগঠনিক সম্পাদক: হায়দার হাওলাদার (দৈনিক ঘোষণা)
- অর্থ সম্পাদক: ইব্রাহিম সুমন (দৈনিক চৌকস)
- দপ্তর সম্পাদক: আরিফ খান জয় (৭১ বাংলা টিভি)
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: কামাল হোসেন (দেশ বুলেটিন)
- কার্যনির্বাহী সদস্য: ইমরান হোসাইন বেলাল (দৈনিক অধিকার)
- সদস্য: আল আমিন (দেশ প্রতিদিন)
সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জাফর দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ার পর বলেন, “২০২২ সালে আবুল হাসান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই আমরা অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং সত্য প্রকাশে আপোষহীনভাবে কাজ করেছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
সভাপতি জিয়াউল হক জোবায়ের বলেন, “প্রথমবারের মতো আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা হিসেবে কাজের পাশাপাশি উপজেলার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
তালতলী সাংবাদিক ঐক্যজোট বরগুনার সাংবাদিক সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।