জাতীয়

জাতীয় নির্বাচন ব্যালটে, ইভিএমে নয়: সিইসি এ এম এম নাসির উদ্দীন

ঢাকা, ১৭ ডিসেম্বর: জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, বরং ব্যালটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, “জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

সীমানা পুনর্নির্ধারণে ন্যায্যতার অঙ্গীকার
সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সিইসি বলেন, “ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। অতীতে যদি কোনো প্রার্থীকে সুবিধা বা বঞ্চিত করতে সীমানা নির্ধারণে ভুল হয়ে থাকে, সেগুলো খতিয়ে দেখা হবে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একক মানদণ্ড অনুসরণ না করে সুষ্ঠু ও ন্যায্য পদ্ধতিতে কাজটি সম্পন্ন করা হবে।”

ভোটার তালিকায় সংশোধনের উদ্যোগ
বর্তমান ভোটার তালিকা নিয়ে অসংগতি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “দুই মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অনুপস্থিত বা বিদেশে থাকা ভোটারদের তথ্য যাচাই, এবং ডুপ্লিকেট ভোটার শনাক্তের কাজ করা হবে।”

রোডম্যাপ নয়, অভ্যন্তরীণ পরিকল্পনা
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “যদিও আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হবে না, তবে নির্বাচন কমিশনের কাজ পরিচালনার জন্য অভ্যন্তরীণ একটি পরিকল্পনা থাকবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সেই পরিকল্পনা কার্যকর করা হবে।”

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনই কমিশনের প্রধান অগ্রাধিকার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিইসি।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button