অপরাধ

স্মার্টফোনে এসএসসির প্রশ্নোত্তর সরবরাহ, আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে স্মার্টফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এমসিকিউ’র উত্তরপত্র সরবরাহ করার সময় দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শহিদ উল্লাহ ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সিকিউরিটি গার্ড আমিনুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিলো। লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষকরা এমসিকিউ’র প্রশ্নপত্র সরবরাহ করেন। দেয়াল টপকে ওই বিদ্যালয়ের অফিস সহকারী শহিদ উল্লাহ পরীক্ষার হলে প্রবেশ করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন শহিদ উল্লাহকে চ্যালেঞ্জ করেন। তার স্মার্টফোনটি চেক করলে হোয়াটস্অ্যাপে বিজ্ঞান বিষয়ের এমসিকিউ’র উত্তরপত্র পাওয়া যায়। এ সময় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শহিদ উল্লাহ জানান, তাকে এ উত্তরপত্রটি পল্লী বিদ্যুতের সিকিউরিটির গার্ড আমিনুল ইসলাম সরবরাহ করেছে। এ সময় তিনি কৌশলে আমিনুল ইসলামকে এনে তার স্মার্টফোনটি চেক করলেও সেখানে একই ধরনের উত্তরপত্র পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানকে অবগত করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, উত্তরপত্র স্মার্টফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সরবরাহের অভিযোগে শহিদ উল্লাহ ও আমিনুল ইসলাম নামে দুই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় সোপর্দ করেছেন।

রেনেসাঁ টাইমস/সিয়াম

আরও পড়ুনঃ  ইডেন কলেজ নেত্রী রিভাকে মারধর
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *