রাবি এ ইউনিটের মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফলাফল প্রকাশিত
রাবির এ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ হয়েছে আজ এতে সাধারণ মেরিটের সাথে মুক্তিযোদ্ধার সন্তান/নাতী-নাতনী ও ক্ষুদ্রনৃগোষ্ঠী কোটারও চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় ৯২ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৩৫ জন সুযোগ পেয়েছে।সবমিলিয়ে ২৩০ জন সুযোগ পেয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের (কলা অনুষদ,আইন অনুষদ,সামাজিক বিজ্ঞান অনুষদ,চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) চীফ কো-অর্ডিনেটর ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ষষ্ঠ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ১১ সেপ্টেম্বর, ২০২৩ (ছুটির দিন ব্যতীত) সকাল ৯:০০ থেকে দুপুর ৪:০০ টার মধ্যে এ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর কার্যালয়ে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডিন’স কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি কার্যক্রম শুরু করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, Subject Choice Form-এর প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে অনলাইন ভর্তি ফরম তিন কপি ও পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র,এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড জমা দিয়ে ভর্তি প্রকিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি ফি বাবদ অনলাইনে বিকাশ/রকেটে ৫৩০৪ টাকা ও অনুষদ উন্নয়ন ফি বাবদ ১৭০৪ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৩ সপ্তম মেধাতালিকা প্রকাশিত হবে।