Site icon Renesa Times

চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে ২ মাস ৯ দিন পর আগামীকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

গত ১৭ জুন তিনি অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেন তিনি।

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণকালে খন্দকার মোশাররফের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার, পুত্র খন্দকার মাহবুব হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন।

Exit mobile version