বাংলাদেশ

‘বাংলাদেশের ২য় ব্যক্তি হিসেবে শান্তিতে নবেল পাওয়ার যোগ্য বেগম জিয়া’

বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি হিসেবে খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু আরো বলেন, খালেদা জিয়া বিএনপির দ্বিতীয় পিলার। জিয়াউর রহমানকে হত্যার পর খালেদা জিয়া যে ভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছিলেন। তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকলে বর্তমান ফ্যাসিবাদ সরকার এভাবে মিথ্যা মামলায় জেলে আটক করে রাখতো না।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের জনগণের জবাবদিহিতা নিশ্চিত করেছিলেন। জনগণ চেয়েছিল বলেই তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

বিএনপির এই নেতা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কেউ যদি মনে করে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে তাহলে তারা ঘুমিয়ে সপ্নে বিভোর হয়ে আছে। বিএনপিকে মানুষ ভালোবাসে বলেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পায়।

দুদু বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই ডিজিটাল আইন করা হয়েছে। বিএনপি সত্য কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। মানুষের মুখ বন্ধ রাখতেই ডিজিটাল আইন করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তারা মামলা করে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের জন্য। এখানে কোনো আপস নেই। এটাই শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতি। আর তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝ রাতে ঘুম ভেঙে যায়।

আরও পড়ুনঃ  ঢাকায় র‍্যাবের নিরাপত্তা জোরদার
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *