Site icon Renesa Times

ডাক মেরেও শীর্ষস্থানে বাবর, বলে রউফের লম্বা লাফ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাকিস্তানের হারিস রউফ। ডানহাতি এই পেসার মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। দুর্দান্ত ওই বোলিং করায় ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন রউফ। সাত ধাপ এগিয়েছেন তিনি। তার বর্তমান র‌্যাঙ্কিং ৩৬।

এছাড়া আফগানিস্তানের ডানহাতি অফ স্পিনার মুজিব উর রহমান বোলিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন।পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তিন উইকেট নেন এই স্পিনার। তার ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিং আফগানদের হয়ে সেরা। তিন নম্বর অবস্থানে উঠেছেন তিনি।

এছাড়া ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন ইমাম-উল-হক। ৬১ রানের ইনিংস খেলা এই ওপেনার আছেন তিন নম্বর অবস্থানে। প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ডাক মারেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে যা তার ষষ্ঠ ডাক। তাতেও সেরা অবস্থান হারাননি তিনি।


রেনেসাঁ টাইমস/সিয়াম

Exit mobile version