রাজশাহীতে প্রথমবারের মতো নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
রাজশাহীতে প্রথমবারের মতো নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
রাজশাহী, শুক্রবার:
নারীদের দক্ষতা বৃদ্ধি ও ফটোগ্রাফিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারী ফটোগ্রাফি এক্সিবিশন। দুই দিনব্যাপী এই আয়োজন করেছে নারী উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস।
শহরের ভদ্রা এলাকার ফোরসাইট স্কুল প্রাঙ্গণে শুক্রবার এক্সিবিশনের উদ্বোধন হয়। এই বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণকারী ও দর্শক হিসেবে শুধুমাত্র নারীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। প্রদর্শনীর জন্য প্রায় ১০০টি ছবি থেকে নির্বাচিত ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
সেরা আলোকচিত্রীদের পুরস্কৃত করা হবে
প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে তিনজনকে সেরা আলোকচিত্রী এওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া আরও পাঁচজনকে মনোনীত সেরা আলোকচিত্রী হিসেবে ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
খ্যাতিমান বিচারক ও অতিথিদের উপস্থিতি
আলোকচিত্রীদের ছবি বিচারকের দায়িত্ব পালন করছেন খ্যাতিমান নারী আলোকচিত্রী নওরিন আনসারি, যিনি তার অনন্য সাদা-কালো আলোকচিত্রের জন্য দেশজুড়ে প্রশংসিত। এছাড়াও প্রদর্শনীতে দেশের দশজন খ্যাতিমান নারী আলোকচিত্রী উপস্থিত ছিলেন।
নারীদের জন্য বিশেষ উদ্যোগ
লিসেনিং ওয়ার্ডসের পক্ষ থেকে জানানো হয়, নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নারীদের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য নিয়মিত কাজ করে থাকে। ফটোগ্রাফি প্রদর্শনীর পাশাপাশি তারা ম্যাগাজিন প্রকাশনা ও নেটওয়ার্কিং ইভেন্টও আয়োজন করে।
প্রদর্শনীতে নারীদের ব্যাপক অংশগ্রহণে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন।