ক্রিকেটখেলাধুলা

কেমন হতে পারে এশিয়া কাপে লঙ্কান স্কোয়াড

আর একদিন পরেই মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে এবার সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। তবে স্বাগতিক এই দেশটি এখন পর্যন্ত নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি। একের পর এক ইনজুরির কারণে লঙ্কান বোর্ডের পরিকল্পনা অনুযায়ী স্কোয়াড সাজানো হয়নি এখনও।

দুই ক্রিকেটার কুশাল পেরেরা ও আভিষ্কা ফার্নান্দো আগেই করোনার জন্য ছিটকে গিয়েছেন। গ্রুপপর্ব মিস করতে পারেন দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার জানা গিয়েছে আরেক পেসার দিলশান মাদুশাঙ্কাও ইনজুরির কারণ ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। এতসব ইনজুরির বিপরীতে নিজেদের শক্তিশালী দল ঘোষণা করতেই হিমশিম খেতে হচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ডকে।

ইনজুরির কারণে সবচেয়ে বড় সমস্যায় আছে লঙ্কান বোলিং বিভাগ। বোলিং বিভাগের বড় দুই শক্তির জায়গা ছিলেন দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ইনজুরির কারণে দুজনের কাউকে পাওয়া হবেনা তাদের। আরেক পেসার লাহিরু কুমারাও আছেন ইনজুরিতে। এবার তাতে যুক্ত হলো আরেক পেসার দিলশান মাদুশাঙ্কার নাম। ব্যাটিং লাইনেও আছে দুশ্চিন্তা। কুশাল পেরেরা আর আভিস্কা ফার্নান্দোকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে শ্রীলঙ্কাকে।

ইনজুরিতে ছিটকে গেছেন কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা
এতসব ইনজুরির কারণে দলে কার বিকল্প কে হবেন তা এখন চূড়ান্ত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তবে চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।

শ্রীলঙ্কার এশিয়া কাপের সম্ভাব্য দল: দাশুন শানাকা, পাথুন নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাশুন রাজিথা, মাথিশা পাথিরানা।


রেনেসাঁ টাইমস/সিয়াম

আরও পড়ুনঃ  এশিয়া কাপে অনিশ্চিত ইবাদত
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *