ঢাকা

মেট্রোরেল মতিঝিল পর্যন্ত যাবে অক্টোবরের শেষে

চলতি বছরের অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

গতকাল বুধবার উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেলের নিচের সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনিও জানান, আগামী ১৫ অক্টোবরের পর প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে।

আরও পড়ুনঃ মৌসুমের চুক্তিতে আর্জেন্টিনার ক্লাবে জামাল

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছে ডিএমটিসিএল। এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু হবে। প্রথমে চালু হবে ফার্মগেট, মতিঝিল ও সচিবালয় স্টেশন। জানুয়ারি থেকে সব স্টেশন চালু করা হবে।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমরা আশা করছি ১৫ অক্টোবরের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী আমাদের যেদিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।’ শুরুতে সব ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে না জানিয়ে তিনি বলেন, কিছু ট্রেন মতিঝিল যাবে, কিছু আগারগাঁও পর্যন্ত চলবে। ট্রেনের নম্বর থাকবে। সে নম্বর অনুযায়ী কোন ট্রেন আগারগাঁও পর্যন্ত, কোন ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে, সেটা বলা থাকবে।

আরও পড়ুনঃ চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ভাঙছে নদী-ডুবছে রাস্তাঘাট

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের নিচে সড়ক বিভাজকে ৫ হাজার ৭৪৭টি বড় এবং ২৪ হাজার ৭১৮টি ছোট গাছ লাগানো হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ বাতিল করল সমাবেশ, বিএনপির কর্মসূচি ৩১ জুলাই
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *