সিরিয়ার পরিস্থিতি: ট্রাম্প বলেন, ‘চাবি তুরস্কের হাতে’
ফ্লোরিডা, ১৬ ডিসেম্বর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আপনারা জানেন, এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু রয়েছে, কিন্তু অনেক কিছুই এখনও অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতে রয়েছে।”
বর্তমানে সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে আগে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি আধিপত্য বিস্তার করেছিল। তবে তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও তুরস্কের সহযোগী সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মাধ্যমে ওয়াইপিজিকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।
ওয়াইপিজি, যা সিরিয়ার বাশারবিরোধী বিদ্রোহীদের অন্যতম শক্তি, যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি অংশ বর্তমানে এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে মার্কিন সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সেখানে ৯০০ সেনা আইএস (ইসলামিক স্টেট)-এর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য অবস্থান করছে।
ট্রাম্পের কাছে সিরিয়ায় অবস্থানকারী মার্কিন সেনাদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি তুর্কি সেনাবাহিনীর শক্তি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, “এরদোগানকে আমি মহান মনে করি… তিনি একটি অত্যন্ত বলিষ্ঠ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন।”