প্রচ্ছদ

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে চালু হলো ‘থ্রি জিরো ক্লাব

মানবতার জন্য রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ার লক্ষ্যে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে চালু হলো ‘পোপ ফ্রান্সিস ইউনূস থ্রি জিরো ক্লাব’। শনিবার ইতালির রাজধানী রোমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘থ্রি জিরো ক্লাব’ মূলত প্রান্তিক যুবকদের জন্য একটি প্ল্যাটফর্ম, যা তাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং টেকসই সমাধান বাস্তবায়নে সহযোগিতা করবে। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস এই উদ্যোগকে ‘অসাধারণ’ বলে আখ্যা দেন।

চিঠিতে তিনি বলেন, “এই উদ্যোগটি পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি এবং শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনের আমার আকাঙ্ক্ষাকে একত্রিত করেছে। এটি একটি নতুন সভ্যতা গড়ার পথ দেখাবে, যেখানে প্রতিটি মানুষ তাদের ভাগ্য গড়ার সুযোগ পাবে।”

বিশ্বজুড়ে বর্তমানে অন্তত ৪৬০০টি ‘থ্রি জিরো ক্লাব’ রয়েছে, যা ড. ইউনূসের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত। এর বেশ কিছু ক্লাব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

এই উদ্যোগ পোপ ফ্রান্সিসের সামাজিক ন্যায়বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং ড. ইউনূসের সামাজিক ব্যবসার বিশ্বাসকে একত্রিত করে তরুণদের আরও ন্যায্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ নির্মাণে ভূমিকা রাখতে উৎসাহিত করছে।

আরও পড়ুনঃ  তালতলী উপজেলায় রেনেসাঁ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *