সামনেই বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে আইসিসির ফেসবুক ফেইজের কভারে শুধুই ছয় দলের খেলোয়াড়দের প্রকাশিত ছবির কারণে অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছয়??
আইসিসির দেয়া কভারে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া , ইংল্যান্ড ,নিউজিল্যান্ড ,পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ছয় খেলোয়ার। এই ব্যপারে হতাশ হচ্ছেন টাইগার সমর্থকরা। বারবার বাংলাদেশকে অবহেলা করার পিছনে ঠিক কি কারণ রয়েছে তা জানতে চায় সমর্থনকারীরা।
পেইজে ছবি পোস্ট করার সাথে সাথেই সমর্থকদের কমেন্ট পড়তে থাকে একের পর এক। আইসিসি কি তবে ছয় দল নিয়ে বিশ্বকাপ খেলবে? এমন প্রশ্ন তুলছেন একদল ক্রিকেট পাগল সমর্থক। নাকি শক্তিশালী বলেই শুধু তাদেরকে মাথায় তুলে রাখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির এমন অবহেলার কারণ আজও অজানাই থেকে গেলো।
রেনেসাঁ স্পোর্টস : আশিকুর রহমান
রেনেসাঁ টাইমস/সিয়াম