Site icon Renesa Times

ভারতের মাটিতে কবে খেলবেন নেইমার?

পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে গিয়ে এখনও অভিষেক হয়নি নেইমারের। এর মাঝেই খবর এলো, ব্রাজিল সুপারস্টার আসছেন প্রতিবেশী দেশ ভারতে। সেটাও খেলোয়াড় হিসেবে, মুম্বাই এফসির বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। অবশ্য যদি তিনি ফিট থাকেন এবং সফরের দলে তাকে রাখা হয়।

সব ঠিক থাকলে আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে নেইমারদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি।
নেইমারের দল যখন ভারতে যাবে, তখন সেখানে থাকবে ক্রিকেট উন্মাদনা। কারণ, অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতের মাটিতেই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। মুম্বাই এফসি এবং আল হিলাল ম্যাচের পরদিনই কলকাতায় বিশ্বকাপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

চ্যাম্পিয়ন্স লিগের সূচি অনুযায়ী, ঘরের মাঠে ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরানের নাসাজি। ৩ অক্টোবর উজবেকিস্তানের নমঙ্গনে সে দেশের ক্লাব নাভবাহরের বিপক্ষে খেলবে মুম্বাই।
২৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে নেইমারের আল হিলালের বিপক্ষে তারা মাঠে নামবে। সেই ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদে।

এরপরই ৬ নভেম্বর ভারতের পুনেতে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে নেইমারের আল হিলাল। সৌদি আরবের শীর্ষ ক্লাবটিতে আরও আছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো, সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচ, চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনালদোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা ম্যালকম।


রেনেসাঁ টাইমস/সিয়াম

Exit mobile version