দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৩ (শীবপুর) আসনে তৃণমূল বিএনপির শরীক জোটে মনোনীত প্রার্থী ‘সুশান্ত চন্দ্র বর্মন’ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সুশান্ত চন্দ্র বর্মন ও তার সহকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন।
সুশান্ত চন্দ্র বর্মন বলেন, নরসিংদী-০৩ আসনের সাধারণ জনগণ আমাকে প্রথমবারের মতো নরসিংদী-০৩ (শীবপুর) আসনে তৃণমূল বিএনপির শরীক জোটে মনোনীত প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন।
এবং, আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামীতে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট শীবপুর গড়ে তোলা হবে।
তিনি কেন্দ্রের সামনে অবস্থানরত জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন, "শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। ইতোমধ্যে যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তারা সকলেই নিজেদের আখের গুছিয়েছেন। তাই জনতার ডাকে এবার আমি 'তৃণমূল বিএনপি'র পক্ষে জনগণের কল্যাণে নির্বাচনে এসেছি। এবং, জনতার ভালোবাসার প্রার্থী হিসেবে নির্বাচিত হলে প্রত্যাশা অনুযায়ী কাজ ও সেবা করে যাবো। যা ইতোমধ্যে (নরসিংদী ০৩) এ আসন থেকে সাধারণ জনগণকে বঞ্চিত করেছেন পূর্ব নির্বাচিত প্রতিনিধিগণ।"