বাগেরগাটের রামপাল উপজেলা হাসপাতালে কর্মরত সহকারী নার্স শেখ ইলিয়াস কবির (৫৫) আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার কামরাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রামপাল হাসপাতাল থেকে সহকারী নার্স শেখ ইলিয়াস কবিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, উপজেলা হাসপাতালে কর্মরত সহকারী নার্স শেখ ইলিয়াস কবির কি অন্য কোন কারণে আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না, তবে পুলিশ তদন্ত করলে বা ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, রামপাল হাসপাতালে কর্মরত সহকারী নার্স শেখ ইলিয়াস কবির পারিবারিক শান্তির কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রেনেসাঁ টাইমস/সিয়াম