রামগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২৩ - মহান বিজয় দিবস উপলক্ষে "মধ্য সোনাপুর একতা ক্লাব" কতৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে সকালে সোনাপুর হাজি বাড়ির মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য সোনাপুর একতা ক্লাবের সভাপতি: মো: আশরাফুল ইসলাম তারেক, এবং আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি: নাছির হোসেন, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ রায়হান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াসিন আরাফাত সাহেদ, ক্রীড়া সম্পাদক: আশিক, মেহেদী, তাওহীদ, শুভ, বাবু, কামরুল ও উপদেষ্টা মন্ডলীর সদস্য: কামাল হোসেন।
অনুষ্ঠানে দৌড়, মোরগ লড়াই, বিস্কুট, অঙ্ক, চেয়ার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরনী ক্লাবের সকল সদস্যদের মাধ্যমে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির "মধ্য সোনাপুর একতা ক্লাব" এর উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করায় আমি আনন্দিত। এই প্রতিযোগিতা আমাদের এলাকার যুব সমাজকে ক্রীড়ায় উৎসাহিত করবে বলে আমি আশা করি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড সোনাপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও দর্শকরা।