Site icon Renesa Times

ফজরের নামাজ পড়ে মাদরাসা শিক্ষার্থীদের গান শোনালেন নোবেল

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। ফের আলোচনায় এই গায়ক। এবার তাহাজ্জুদের নামাজ শেষ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুই কিলোমিটার পথ হেঁটে ফজরের নামাজ আদায় করলেন তিনি।

এ সময় মাদরাসার ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা ও নিজের মেহেরবান গানটি গেয়ে শোনান নোবেল। গান শুনে নোবেলের সঙ্গে কণ্ঠ মেলান মাদরাসার শত শত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এমন কয়েকটি ছবি ও ভিডিও নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন নোবেল।

সেখানে দেখা যায়, গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ মাদরাসা ও এতিমখানার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন নোবেল। এ সময় শিক্ষার্থীদের আবদারে তিনি মেহেরবান গানটি গেয়ে শোনাচ্ছেন।

এ ব্যাপারে নোবেল বলেন, “আমাদের ইসলামে আছে নামাজের উদ্দেশ্যে বাড়ানো প্রতিটি কদমে ৭০ নেকি। আমার বাসা থেকে কোর্ট মসজিদ মাদরাসা প্রায় দুই কিলোমিটার দূরে। বাসা থেকে প্রায় দুই হাজার কদম ফেলে মাদরাসায় যেতে হয়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখি বৃষ্টি হচ্ছে। পরে বাসা থেকে ভিজতে ভিজতে ফজরের নামাজ আদায় করতে বের হই কোর্ট মসজিদ মাদরাসার উদ্দেশে।

বৃষ্টি হচ্ছে বলে আমি সঙ্গে পাঞ্জাবি আর পায়জামা নিয়ে যাই। আমার পরনে ছিল লুঙ্গি এবং গেঞ্জি। ওইখানে পৌঁছে পোশাক বদলে নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন আমাকে দেখে ডাক দিয়ে বসায়। মুয়াজ্জিন আমার বন্ধু হয়। ওইখানে বসে আড্ডা দেওয়ার সময় মাদরাসার শিক্ষার্থীরা একটি ইসলামিক গান গেয়ে শোনাতে বলে। এ সময় আমি আমার গাওয়া মেহেরবান গানটি গেয়ে শোনাই।”

Exit mobile version