লাইফস্টাইল

কোনো কাজ ছোট নয়, টয়লেটও পরিষ্কার করেছিঃ সালমান খান

কোনও কাজকেই ছোট মনে করেন না সলমন। নির্দ্বিধায় জেলের বাথরুম পরিষ্কার করতেন ভাইজান। কোনও কাজই ছোট নয়, মনেপ্রাণে বিশ্বাস করেন সলমন খান। ভাবলে অবাক হবেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সলমন জেলের নোংরা বাথরুম সাফাইয়ের কাজ করেছেন! হ্যাঁ, জেলে বন্দি থাকা অবস্থায় টয়লেট পরিষ্কার রাখার কাজ করতে হত তাঁকে। শুধু তাই নয় স্কুলজীবনেও একই কাজ করেছেন তিনি। বোর্ডিং স্কুলে থাকাকালীনও বাথরুম সাফ করতেন তিনি। রবিবার বিগ বস ওটিটি ২-এর মঞ্চে এই কথা জানান ভাইজান।

রবিবার বিগ বস ওটিটি ২ ফিনালে থেকে সবার প্রথম বাদ পড়েন পূজা ভাট। মহেশ কন্যার বাদ পড়ার আগে তাঁর প্রশংসা করে সলমন জানান, টয়লেট পরিষ্কার রাখা নিয়ে পূজার যে পাগলামি তা সত্যি প্রশংসনীয়। এর আগে বিগ বসের ঘরে এত পরিষ্কার টয়লেট তিনি কখনও দেখেননি। গোটা সিজন জুড়ে পূজা স্নানঘর পরিষ্কার রাখার ধারা বজায় রেখেছিলেন। একথা কারুর অজানা নয়, বিগ বসের ঘরে ঢুকে বাসন মাজা থেকে বাথরুম পরিষ্কারের কাজও করেছেন তিনি।

সলমন জানান, ‘কোনও কাজ ছোট কিংবা বড় নয়।’ ভাইজান ফাঁস করেন জেলবন্দি থাকাকালীন তিনি টয়লেট সাফ করেছেন। কৃষ্ণসার হরিন শিকার মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল সলমন খানকে। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান অভিনেতা। এখনও আদালতে বিচারাধীন এই মামলা।

শো-এর গ্র্যান্ড ফিনালের দিন গর্বের সঙ্গে ভাইজান জানান, এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে দেশের নম্বর ১ রিয়ালিটি শো বিগ বস! সেই জনপ্রিয়তার জেরেই দু-সপ্তাহ শো-এর মেয়াদ বেড়েছিল। এদিন সলমন ইঙ্গিত দেন বিগ বস ওটিটি-র পরবর্তী সিজন সঞ্চালনা করবেন না তিনি। ২০২১ সালে শুরু হয়েছিল বিগ বস ওটিটি, প্রথম সিজনে হোস্ট হিসাবে দেখা মিলেছিল করণ জোহরের। দ্বিতীয় বার সেই জায়গা নেন সলমন।

রবিবার বিগ বস ওটিটি ২-এর ট্রফি উঠল হরিয়ানার ইউটিউবার এলভিস যাদবের হাতে। ২৫ লক্ষ টাকার প্রাইজ মানি পান এলভিস। প্রথমবার কোনও ওয়াইল্ড কার্ড প্রতিযোগির হাতে উঠল বিগ বসের ট্রফি। বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে-তে এলভিস ছাড়াও জায়গা করে নিয়েছিলেন অভিষেক মালহান, পূজা ভাট, মণীশা রানি এবং বেবিকা ধ্রুব। সেরা পাঁচ থেকে শুরুতে বাদ পড়েন মহেশ ভাট কন্যা। এরপর সেরা তিনে জায়গা পেতে ব্যর্থ হন বেবিকা। দুই পুরুষ সদস্যের জনপ্রিয়তাকে কড়া টেক্কা দেন বিহারের ‘রানি’ মণীষা। তবে সেকেন্ড রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। দ্বিতীয় স্থান পেলেন ‘ফুকরা ইনসান’ অভিষেক মালহান।

আরও পড়ুনঃ  দুস্থদের মাঝে বিএনএমপিসি ইকো ক্লাবের ইফতার বিতরণ

সূত্র: হিন্দুস্তান টাইমস

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *