Site icon Renesa Times

স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসি দিয়ে আত্মহত্যা স্বামী নাসিরের

তিনি বলেন, আজ বুধবার ভোর রাতের দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল হাসান জানান, নাসির একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি কয়েক দিন জ্বরে ভুগছিলেন। রাতে তাঁকে বারবার খেতে বলায় তিনি স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যেতে চাইলে নাসির আত্মহত্যার কথা বলেন। তবে স্ত্রী একথা না শুনে চলে যাওয়ায় রাতে যেকোনো সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন নাসির। পরে পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নাসিরের বাবার নাম হারুন বিশ্বাস জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই নাসির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর সঠিক অনুসন্ধানের জন্য ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Exit mobile version