ঢালিউডের আলোচিত সিনেমা সুড়ঙ্গ সিনেমার পাইরেসি বন্ধে ডিবির সঙ্গে দেখা করেছেন নির্মাতারা। বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন সুড়ঙ্গ সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকা।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, সুড়ঙ্গ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সুড়ঙ্গ সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক (অভিনেতা) ও নায়িকা (অভিনেত্রী) দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে। এসময় তিনি তাদের দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এদিকে পরিচালক রায়হান রাফিও তার ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গ টিমসহ হারুন অর রশীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন।
পাইরেসির কবলে পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ছবি। এই নিয়ে চলচিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ জানিয়েছে।