প্রথমবারের মতো বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লীগের ফাইনালে মাঠে নামছেন লিটন দাস। "সারে জাগুয়ার্সের" হয়ে বাংলাদেশ সময় রাত দশটায় মাঠে নামবে তার দল।তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে থাকছেন সাকিব আল হাসানের দল "মন্ট্রিয়েল টাইগার্স।"
[caption id="attachment_1379" align="aligncenter" width="720"] সংগৃহীত ছবি[/caption]
তবে লংকা প্রিমিয়ার লীগ খেলতে আগেই কানাডা ছেড়ে এসেছেন তিনি লিটন। কিন্তু পুরো টুর্নামেন্টে সাদামাটা পারফরম্যান্স ছিল লিটন দাসের।
পরিসংখ্যান অনুযায়ী ৬ ম্যাচে ২৩.৩৩ গড়ে করেছেন ১৪০ রান। রান স্ট্রাইক রেইট একদম বাজে(১০০.০১)
মাত্র একটি ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন লিটন। মাত্র ৪৫ বলে ৫৯ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছিলেন।এছাড়া নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
পাকিস্তানের ক্রিকেটার ইফতেখার আহমেদের অধিনায়কত্বে লিটন দাস ছাড়াও রয়েছে নেপালী তারকা লেগী সন্দীপ লামচীন,পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস।
নাজমুল হুদা/রেনেসাঁ টাইমস