Site icon Renesa Times

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না

* জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে।

* তিনি বলেন, জনগণ এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না।

* শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না দাবি করে তিনি বলেন, এ সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

* তিনি বলেন, এ সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে।

Exit mobile version