ফিচার

বৃষ্টির দিনে যেভাব দ্রুত জামাকাপড় শুকাবেন

ঘূর্ণিঝড় রেমালের কারণে চলছে বৃষ্টির তাণ্ডব। এমন অবস্থায় ভেজা কাপড় শুকানোর কাজে ব্যবহার করতে পারেন টেবিল ফ্যান, হেয়ার ড্রায়ার অথবা ইস্ত্রি। ডিহিউমিডিফায়ার থাকলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিতে পারেন এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শুকাতে সুবিধা হবে।

এতদিন কড়কড়ে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। হঠাৎ করেই এসেছে ঘূর্ণিঝড় রেমাল। যার কারণে চলছে বৃষ্টির তাণ্ডব। বাতাসের আর্দ্রতা ইতোমধ্যে বেড়েছে কয়েক গুণ। এমন আবহাওয়ায় ভেজা জামাকাপড় শুকানো যেন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়।

ঘরোয়া উপায় কাজে লাগিয়ে বৃষ্টির দিনে যেভাব দ্রুত জামাকাপড় শুকাবেন। চলুন উপায় গুলো জেনে নিই-

পানি নিংড়ে ফেলা

বৃষ্টিভেজা দিনে জামাকাপড় দ্রুত শুকানোর সবচেয়ে বড় শর্ত হলো কাচার পর ভালো করে নিংড়ে চিপে নেওয়া। পানি ভালো করে ঝরিয়ে নিয়ে জামাকাপড় শুকাতে কম সময় লাগে।

টেবিল ফ্যান

বাড়িতে যদি টেবিল ফ্যান থাকে তাহলে সেটি কাজে লাগান এই সময়ে। হ্যাঙারে ভেজা জামাকাপড় টেবিল ফ্যানের সামনে টাঙিয়ে দিন। ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে যাবে।

হেয়ার ড্রায়ার

বৃষ্টির দিনে কাপড় শুকাতে ব্যবহার করতে পারেন হেয়ার ড্রায়ারও। যন্ত্রটিকে কুল সেটিং অপশনে রাখুন। এবার জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। তারপর গরম হাওয়ায় জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।

আয়রন

জামাকাপড় আধ শুকনা হয়ে এলে ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও রিঙ্কলও পড়বে না।

তবে আয়রন করার সময় আয়রনিং বোর্ডের উপর শুকনো তোয়ালে রাখুন। এর ওপর ভেজা জামাকাপড় রেখে সেটার ওপর আরও একটি তোয়ালে দিন। তারপর ইস্ত্রি করুন। এভাবে ইস্ত্রি করলে ভেজা জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।

এছাড়াও বাড়িতে যদি ডিহিউমিডিফায়ার থাকলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শুকাতে সুবিধে হবে।

আরও পড়ুনঃ  অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় ইসলাম
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *