বাংলাদেশ

আগামীকাল থেকে ১০০ টাকা লিটারে তেল, চিনির কেজি ৭০ টাকায় বিক্রি

আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌ কে‌জি চি‌নি ৭০ টাকায় বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডাল ও চাল বি‌ক্রি কর‌বে সংস্থাটি।

মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে এ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) দি‌তে সারাদেশে সেপ্টেম্বর মাসের বিক্রয় কার্যক্রম শুরু হ‌য়েছে। ঢাকা মহানগরী‌তে বি‌ক্রি কার্যক্রম আগামীকাল উদ্বোধন কর‌বেন বা‌ণিজ্য মন্ত্রী টিপু মুন‌শি।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  ২০২৫: সম্ভাবনার নতুন দ্বারপথে বাংলাদেশ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button