প্রচ্ছদ

রাবি অধিভুক্ত হলো সরকারি ৪ কলেজ

রাজশাহী শহরের চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্তকরণের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপ্তিতে সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তববায়নের লক্ষ্যে নয়টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ টি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ টি কলেজকে অধিভুক্ত করার সুপারিশ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশসেরা
রাজশাহী কলেজ সহ রাজশাহী শহরের তিনটি সরকারি কলেজকে অধিভুক্ত করা হয়েছে। কলেজগুলো হলো
রাজশাহী সরকারি সিটি কলেজ,রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ। এটা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রতিবেদনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১০ টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিলো।

মোঃ নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনঃ  স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 'তেইশ' দলবদ্ধ ধর্ষণ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *