Site icon Renesa Times

ইমামদের ন্যায্য বেতন কি স্বপ্নই থেকে যাবে?

২০২৫ সালে এসেও দেশের বহু পাঞ্জেগানা মসজিদের ইমামরা মাত্র ৩, ৫, ৭ বা ১০ হাজার টাকার বেতনে কাজ করছেন। এমন পরিস্থিতিতে তাদের পরিবার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। অথচ এই ইমামরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনা, ধর্মীয় শিক্ষাদান, এবং মুসল্লিদের নৈতিক ও সামাজিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইমামদের এই বেতন বৈষম্যের বিষয়টি দেশের অনেক মানুষই দুঃখজনক বলে উল্লেখ করছেন। ইসলামের আলো ছড়ানো যারা জীবনের ব্রত করেছেন, তাদের প্রতি এমন অবহেলা ও কৃপণতা সমাজের জন্য লজ্জার।

দেশের ইসলামিক ফেডারেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করে ইমামদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা থেকে নির্ধারণ করা হয়। এতে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।

ইসলামিক চিন্তাবিদরা মনে করেন, ইমামদের যথাযথ আর্থিক সুরক্ষা দিলে ধর্মীয় পরিবেশ আরো সুদৃঢ় হবে এবং তরুণ প্রজন্মও ধর্মের প্রতি আগ্রহী হবে। সুতরাং, ইমামদের বেতন বৃদ্ধি সময়ের দাবি।


মোহাম্মাদ নুরে আলম
লেখক, গবেষক ও বিশ্লেষক

Exit mobile version