বৈঠকে ফেসবুকের প্রতিনিধিরা বলেন, তারা নির্বাচনে অপপ্রচার রোধে কাজ করবে। এজন্য তারা ইসিকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দেবে। ফেসবুকের প্রতিনিধিরা আরও বলেন, তারা ইসির সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
ইসির অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ফেসবুকের সহায়তায় আমরা নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারব। তিনি বলেন, ফেসবুকের প্রতিনিধিরা আমাদের বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করে দেখব।
ফেসবুকের সহায়তায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব হবে বলে আশা করছেন ইসির কর্মকর্তারা।