আন্তর্জাতিক

৮ তলা ভবনের লিফট ছিঁড়ে বৃদ্ধার মৃত্যু

ভারতের দিল্লিতে একটি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিল্লির নয়ডা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পুলিশ কর্মকর্তারা জানান, লিফটটি ৮তলা থেকে ছিঁড়ে পড়ে। তবে মাটিতে আঘাত করেনি, ভবনের মাঝের কোনো তলার মধ্যে আটকে ছিল।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে লিফটটি ছিঁড়ে যায়। এ সময় ওই বৃদ্ধা লিফটে একা ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে নিকটস্থ ফেলিক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ফেলিক্স হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘বৃদ্ধার মাথার পেছনে এবং কনুইতে আঘাতের চিহ্ন ছিল। লিফট পড়ার কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে আসার সময় হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া চোখের পাতা প্রসারিত ছিল। ঘটনার আকস্মিকতায় কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা ধরা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এদিকে যে কমপ্লেক্সে দুর্ঘটনা হয়েছে সেখানকার বাসিন্দারা লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রতিবাদ জানান। দায়িত্বে থাকাদের অবহেলাকে দায়ী করেন তাঁরা।

আরও পড়ুনঃ  গাজ্জায় গণহত্যা বন্ধ ও রাফাহ বর্ডার খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *