Site icon Renesa Times

মারা গেছেন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ এর সাদ

বিটিভিতে প্রচারিত দেশের জনপ্রিয় বিজ্ঞাপন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ এর মডেল সাদ হোসেন মারা গেছেন। কিডনিজনিত অসুখে ভুগছিলেন।
শুক্রবার (১৮ আগস্ট) তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।

জানা গেছে, সাদ থাকতেন নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷ সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে৷

নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। যেখানে ভাগ থেকে বাঁচতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ বলা সংলাপে বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

Exit mobile version